সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

তিন দিন পর শ্রমিক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১১, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ

গাজীপুরের মোগরখাল এলাকায় অবস্থিত টিঅ্যান্ডজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টানা তিন দিনের অবরোধ প্রত্যাহার হয়েছে ।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অবরোধ সোমবার দুপুর দুইটার দিকে প্রত্যাহার হয়। এরপরই যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের অডিও বার্তা দিয়ে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেন।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে শ্রমিকদের পাওনার ছয় কোটি টাকার ব্যবস্থা করবে সরকার। বাদ বাকি পাওনা দিয়ে পরিশোধের ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক ও মালিকপক্ষ পক্ষের বৈঠক হবে।

তিনি আরও জানান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়ার নেতৃত্বে কারখানা শ্রমিকদের পাঁচ সদস্যের টিম মন্ত্রণালয় বৈঠক করতে যাবেন। সেখানেই আলাপ-আলোচনা করে বকেয়া মেটানোর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এমন আশ্বাসের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, বিজেপি সদস্য ও শিল্প পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই অবরোধ স্থলের দুই দিকে দীর্ঘ যানজটে থাকা যানবাহন আস্তে আস্তে চলতে শুরু করে।

সোমবার সকালে সড়ক অবরোধ শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর আগে রাতভর সড়কেই ছিলেন শ্রমিকরা। তার আগে শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা তাদের দাবি নিয়ে মহাসড়কে নেমে আসেন।

শ্রমিকেরা বলেন, যতোক্ষণ পর্যন্ত তাদের তিন মাসের বকেয়া বেতন আদায় না হবে, ততোক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। তবে বেতন পরিশোধের আশ্বাসে সড়ক থেকে সরে এলেন তারা।

এদিকে, এই কারখানার আন্দোলনের জেরে আশপাশের এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক