গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন টিঅ্যান্ডজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সকালে সড়ক অবরোধ শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর আগে রাতভর সড়কেই ছিলেন শ্রমিকরা। তার আগে শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা তাদের দাবি নিয়ে মহাসড়কে নেমে আসেন।
সরেজমিন, সড়ক অবরোধের ফলে এতে চরম ভোগান্তিতে পোহাচ্ছেন সাধারণ মানুষ। তিন দিন ধরে সড়কে শত শত যানবাহন আটকে থাকায় চালকরা পড়েছেন দুঃসহ যন্ত্রণায়।
শ্রমিকেরা বলছেন, যতোক্ষণ পর্যন্ত তাদের তিন মাসের বকেয়া বেতন আদায় না হবে, ততোক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন।
এদিকে. এই কারখানার আন্দোলনের জেরে আশপাশের এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, শিল্পপুলিশ, সেনা সদস্যরা দফায় দফায় চেষ্টা করছেন তাদের সড়ক থেকে সরিয়ে দিতে। তবে শ্রমিকরা অনড় অবস্থানে থেকে দিনরাত সড়কেই অবস্থান করছেন।