দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা, অসুবিধা ও কল্যাণে গঠন করা হয়েছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুদক কর্মকর্তা-কর্মচারী সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গঠিত এ সংগঠনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সচিব বরাবর একটি আবেদন জানানো হয়। আবেদন বিবেচনা করে ভীতিকর পরিস্থিতির অবসান ঘটিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়। আবেদনে বিতর্কিত ৫৪(২) বিধি বাতিলের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়।
কর্মকর্তা-কর্মচারীদের আবেদনে উল্লেখ করা হয় যে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ৫৪(২) বিধির বিষয়ে আপিল বিভাগে যে রিভিশন করা হয়েছে সেটি প্রত্যাহারের মাধ্যমেই বাতিলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। দুদক সচিব আশ্বস্ত করেন যে তাদের আবেদনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এছাড়া ১২১ সদস্য বিশিষ্ট দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। বর্তমান ইস্যুসহ দুদক কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা ও কল্যাণে অ্যাসোসিয়েশন কাজ করবে।