নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে ৩৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।
আগের ইনিংসে ১২৬ রানে অলআউট হয়ে যাওয়া টাইগাররা এবার টিকে থাকতে পারে ২৭৮ রান পর্যন্ত।
দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মাত্র ২৭ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। তবে জেমিসনের বলে ২১ রানে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান।
এরপর নাঈমকে নিয়ে দ্রুত এক জুটি গড়ে তুলেন শান্ত। কিন্তু তাকেও ২৯ রানে ফিরিয়ে দেন ওয়াগনার।
লাঞ্চের আগে দুই উইকেট হারালেও কিছুটা হাল ধরেছিলেন মোহাম্মদ নাঈম শেখ ও ক্যাপ্টেন মুমিনুল হক। তাদেরকেও হারালে আবারও চাপে পড়ে যায় টাইগার বাহিনী।
বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস। ১১৪ বলে ১০২ রান করে আউট হওয়ার পর আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। এক নুরুল হাসান ছাড়া সবাই-ই আউট হয়েছেন দুই অঙ্ক স্পর্শ করার আগেই।
ফলাফল হিসেবে মাত্র ২৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
নিউজিল্যান্ডের পক্ষে প্রথম ইনিংসে ২৫২ রান করে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। আর প্লেয়ার অফ দ্যা সিরিজ ডেভন কনওয়ে।