ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করলো রেল। এর মধ্যদিয়ে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো পদ্মাপাড়ের মানুষের।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরীক্ষামূলক একটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেবে। পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
পরীক্ষামূলক ট্রেনের যাত্রী হিসেবে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। আরও রয়েছেন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ রেলওয়ে বিভাগ রাজবাড়ীর স্টেশন মাস্টারের কার্যালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন এই রেলপথ দিয়ে প্রথম ঢাকা থেকে ভাঙ্গা স্টেশনে আসবে ট্রায়াল ট্রেনটি। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।
পদ্মা সেতু হয়ে ঢাকার পথে ট্রায়াল ট্রেন, আনুষ্ঠানিক যাত্রা বৃহস্পতিবারপদ্মা সেতু হয়ে ঢাকার পথে ট্রায়াল ট্রেন, আনুষ্ঠানিক যাত্রা বৃহস্পতিবার
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেল পথের কাজ পুরোপুরি শেষ। শুরুতে মাওয়া প্রান্তে মাওয়া স্টেশন, পদ্মা সেতু পার হওয়ার পর পদ্মা স্টেশন এবং ভাঙ্গা জংশন স্টেশন পর্যন্ত রেল চলাচল করবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যয় হবে প্রায় ৩৯ হাজার কোটি টাকা।
২০২৪ সালের জুনে ফেস দুইয়ের কাজ শেষ হবে বলেও জানান প্রকল্প পরিচালক।