মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পরিস্থিতি মূল্যায়নের পর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত’

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১১, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের প্রধান বলেছেন, ভোটে তারা পর্যবেক্ষক পাঠাবেন কিনা সে সিদ্ধান্ত হবে পরে।

ইসি কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আমরা এখানে এসেছি প্রাক নির্বাচনী অবস্থা পর্যবেক্ষণে। দুই সপ্তাহ থাকবো আমরা। নির্বাচনী পূর্ববর্তী অবস্থা জানার জন্য এসেছি।

তিনি জানান, বাংলাদেশে দুই সপ্তাহের সফরের পর ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। এরপর জোসেফ সিদ্ধান্ত নিবেন যে, বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবেন কিনা।

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং আরও দুই নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং প্রতিনিধিদলের প্রধান চ্যালেরি রিকার্ন্ডোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বৈঠকের নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছে। কমিশনের ঘোষিত রোডম্যাপ সম্পর্কে জানতে চেয়েছেন।

‘তারা আগের নির্বাচনগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। তবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে কোন আলোচনা হয়নি।’

আসন্ন এ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সফর করছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের অনুসন্ধানী অগ্রগামী দল।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ইইউ মিশন জানিয়েছে, ৮ থেকে ২৩ জুলাই এ সফরে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা– ইত্যাদি বিষয় মূল্যায়ন করবে এই মিশন।

বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন। এদিন সকালে ঢাকায় ইইউ দূতাবাসে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) সঙ্গে বৈঠক করেন তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক