জ্বালানির অভাবে বন্ধ থাকা পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা একটি জাহাজ পায়রায় পৌঁছেছে।
জাহাজ থেকে কয়লা খালাস করে শিগগিরই পায়রার ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি আবার উৎপাদনে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।
এমভি অ্যাথেনা নামের জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সমুদ্র অঞ্চলে প্রবেশ করে বলে জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক আজিজুর রহমান।
তিনি বলেন, শুক্রবার জাহাজটি বন্দরের অভ্যন্তরীণ অ্যাংকরে নোঙর করবে। এরপর কয়লা খালাসের জন্য জাহাজটি নেয়া হবে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। সেখানে কয়লা খালাস করা হবে।
ডলার সংকটে কয়লা আমদানি ব্যাহত হওয়ায় গত ২৫ মে পায়রার প্রথম ইউনিট এবং ৫ জুন দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
দেশের সবচেয়ে বড় এই কেন্দ্রটির উৎপাদন বন্ধে লোডশেডিং বেড়ে যায়। তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু মানুষকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে ২৫ জুনের মধ্যে পরিস্থিতির উন্নয়নের আশ্বাস দেন।
ইন্দোনেশিয়া থেকে কয়লা আনার প্রক্রিয়া এ মাসের শুরুতেই শেষ করা হয়। ২২ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত ১৭টি জাহাজে প্রায় ৭ লাখ ৩০ হাজার মেট্রিকটন কয়লা আসার কথা রয়েছে।
বন্দরে আসা এমভি অ্যাথেনা জাহাজটি কয়লা বোঝাই করে ১৭ই জুন ইন্দোনেশিয়ার একটি বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পাঁচদিনের মাথায় বাংলাদেশ পৌঁছে যায় জাহাজটি।