বুধবার , ৯ মার্চ ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পুরস্কার পেলে দায়িত্ব আরও বেড়ে যায়: শামীম জামান

প্রতিবেদক

মার্চ ৯, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ

বন্ধু মোশাররফ করিম ও আ খ ম হাসানকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বন্ধু আমরা’ নিমর্মাণ করেছিলেন অভিনেতা শামীম জামান।

তার ছবিটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বেস্ট জুরি অ্যাওয়ার্ড জিতেছিল।

শুধু গোয়া নয়, পুনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেমি ফাইনালিস্ট, নেক্সজেন ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় ‘বন্ধু আমরা’।

এখন পুরস্কার হাতে পাওয়ার পালা। তারই ধারাবাহিকতায় বুধবার কয়েকটি পুরস্কার হাতে পেয়েছেন এই গুণী অভিনেতা ও নির্মাতা। তিনি জানান, আরও চারটি ফ্যাস্টিভ্যালের পুরস্কার হাতে এসে পৌঁছেনি।

পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত শামীম জামান। এক প্রতিক্রিয়ায় যুগান্তরকে তিনি বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। দায়িত্ব আরও বেড়ে যায়।

সবাই মিলে একটি সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য বন্ধু আমরা টিমের সবার প্রতি কৃৃতজ্ঞ।


বিশেষ করে ধন্যবাদ জানাই আমার বন্ধু মোশারফ করিম ও আখম হাসানকে।

পুরস্কারের জন্য আমার কাজকে বেছে নেওয়ায় জুরি বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ।আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।

এমন আনন্দের ক্ষণে আক্ষেপও ঝরে পড়ল শামীম জামানের কণ্ঠে। তিনি বলেন, ক্যারিয়ারে এত ভালো ভালো কাজ করার পরও দেশে আজ পর্যন্ত কোনো পুরস্কার পাইনি, এটা ভাবতে খুব কষ্ট লাগে। অথচ যাদেরকে চিনি না, জানি না, তারা ঠিকই আমার কাজের মূল্যায়ন করেছে।

অভিযোগের সুরে তিনি বলেন, আমাদের দেশে মুখ দেখে দেখে পুরস্কার দেওয়া হয়। আমরা দেখি, ঘুরেফিরে নির্দিষ্ট কিছু মানুষ প্রতি বছর পুরস্কার পাচ্ছেন। আমি মনে করি, মুখ নয়, মান দিয়ে কাজের মূল্যায়ন করা উচিত।

সর্বশেষ - আন্তর্জাতিক