বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পেরুর সাথে কষ্টার্জিত জয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২০, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ

এল বোম্বান্বেরা স্টেডিয়ামে বছরের শেষ ম্যাচটা জয় দিয়েই রাঙাল তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে কনমেবল অঞ্চলের শীর্ষে আর্জেন্টিনা। ম্যাসির অ্যাসিস্টে একমাত্র জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ।

ম্যাচের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি আর্জেন্টিনা। একাধিক ইনজুরি সমস্যা নিয়েই মাঠের লড়াইয়ে নামে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মাঝমাঠ আর আক্রমণভাগে আলবিসেলেস্তারা পুরো শক্তি পেলেও তা বার বারই কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল স্কালোনি শিষ্যরা। ম্যাচের ২২ মিনিটে আতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারেজের শট পরে ফিরে আসে বারে লেগে। পুরো ৪৫ মিনিটে আক্রমণে ভীতি ছড়িয়েছে ঠিকই কিন্তু কোনো গোলের দেখা পাইনি আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধে, ৭৬ শতাংশ সময় বল পায়ে রাখলেও, গোলমুখে শট ছিল একটি। আর অন্তত গোটা ছয়েক শট তারা নিলেও সবই ছিল অফ-টার্গেট।

তবে প্রতিপক্ষ পেরুর গোলমুখে কার্যকরী শট একটাই নিতে পেরেছিল আর্জেন্টিনা। সেই খরা কাটল দ্বিতীয়ার্ধে এসে। ডি-বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি। ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ শূন্যে ভেসে করলেন দুর্দান্ত এক গোল। তাতেই ডেডলক ভাঙলো আর্জেন্টিনার। ৫৫ মিনিটের সেই গোলেই বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে জয় পেল আর্জেন্টিনা।

সর্বশেষ - আন্তর্জাতিক