আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের ৪২ জন প্রথম দিনে আপিল করেছেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে।
মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল সংক্রান্ত কাগজপত্র জমা নেয়া শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত।
এরমধ্যে রংপুর অঞ্চলের বুথে দুটি, খুলনা অঞ্চলের বুথে আটটি, বরিশাল অঞ্চলের বুথে দুটি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ৯টি, ফরিদপুর অঞ্চলের বুথে পাঁচটি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ছয়টি, ঢাকা অঞ্চলের বুথে ছয়টি, কুমিল্লা অঞ্চলের বুথে তিনটি এবং সিলেট অঞ্চলের বুথে একটি আবেদন জমা পড়েছে।
প্রথম দিনের আপিল গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো গত বৃহস্পতিবার। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ হয়েছে সোমবার। যাচাই–বাছাই শেষে দুই হাজার ৭১২ জনের মধ্যে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের উপর শুনানি হবে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১৫ ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এতে মোট প্রার্থীর সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে।
স্বাক্ষর সংক্রান্ত জটিলতা, ঋণ কিংবা বিল খেলাপি আর দ্বৈত নাগরিকত্বের কারণে এসব মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে কমিশন।