বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

প্রবাসী ভোটাররা ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৭, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টার পর থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারছেন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

বুধবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলকে পাঁচ দিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধন করার ব্যবস্থা ছিলো। তবে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

আখতার আহমেদ বলেন, ২৭ নভেম্বর থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। পাঁচ দিনের যে সময়সীমা ছিল, সেটা আর প্রযোজ্য থাকবে না। এখন আর কারো জন্য কোনো বাধা নেই।

তিনি জানান, কিছু প্রযুক্তিগত সমস্যা, যেমন -ঠিকানার কাঠামো বা ওটিপি পাওয়া সংক্রান্ত বিষয়ে কমিশন তাৎক্ষণিকভাবে কাজ করছে এবং অ্যাপ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেলে উদ্ভূত যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা হবে।

ইসি সচিব বলেন, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। শুরুতে ১৪৮টি নির্দিষ্ট দেশে অঞ্চলভিত্তিক সময়সূচি দিয়ে ধাপে ধাপে ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করা হয়। পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ওশেনিয়া, ইউরোপ, সৌদি আরব, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য- এভাবে পর্যায়ক্রমে সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন কমিশন এই পুরো সময়সূচি বাতিল করে নিবন্ধনকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিচ্ছে, যাতে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সুবিধামতো যেকোনো সময় নিবন্ধন করতে পারেন।

সর্বশেষ - আইন-আদালত