শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ অভিবাসনপ্রত্যাশী আটক

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২১, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির পর্যটনখ্যাত ক্যামেরুন হাইল্যান্ডে সবজি খামারসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যামেরুন হাইল্যান্ডে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থান এবং সবজি খামারসহ চারটি জোনে অভিযান চালানো হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ জন সদস্য এবং অভিবাসন কর্মকর্তা অংশ নেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা এক প্রতিবেদনে জানায়, অভিযানের সময় বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাননি। ফলে পালাতেও পারেননি।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় মালয়দের অভিযোগের ভিত্তিতে একমাস আগে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। পরে গোয়েন্দা তথ্যে জানতে পারি– এই জেলাসহ আশপাশের এলাকা অভিবাসনপ্রত্যাশীদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছি।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের আগমন স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অভিযানে মোট এক হাজার ৮৮৬ জন অভিবাসনপ্রত্যাশীর কাগজপত্র যাচাই করে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়েছে। যার মধ্যে অনেকের মেয়াদোত্তীর্ণ পাস এবং ভ্রমণ নথিপত্র নেই।

আটক অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৭৫ জন মিয়ানমারের নাগরিক, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন মহিলা এবং চারজন শিশু রয়েছেন। আটক সবার বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের কেলানটান, পেরাক এবং সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত, অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় মালয়েশিয়ায় মোট ৮৩ হাজার ৯৯৪ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সরকারের উচিত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা: জাতিসংঘ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির তিন দিনের কর্মসূচি

পিলখানায় চলছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন

গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন — এই  তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ

সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিবে পদোন্নতি ২৬৮ কর্মকর্তার

প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তের নির্দেশ

হোয়াইট হাউসে ট্রাম্প-সাংবাদিকদের হাসাহাসি বাইডেনের চিঠি পড়ে

অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

আনিসুল-ইনু-মেনন-দীপু মনি-সাদেক খানের রিমান্ড