দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে সাতটি বিলাসবহুল গাড়ির খোঁজ পাওয়া গেছে। প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলার তদন্তে এ তথ্য মিলেছে।
দুদকের ভাষ্য, শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় জয় হুন্ডি ও অন্যান্য অবৈধ পদ্ধতিতে অর্থ পাচার করেন। পরে সেই অর্থে যুক্তরাষ্ট্রে গাড়ি ও বাড়ি কেনেন। গাড়িগুলোর মধ্যে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ, লেক্সাস, ল্যান্ড রোভার, ম্যাকলারেন ও জিপ গ্র্যান্ড চেরোকি। এ গাড়িগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৯২৪ মার্কিন ডলার। এর মধ্যে একটি গাড়ি জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের নামে নিবন্ধিত। এছাড়া দুদক বলছে, যুক্তরাষ্ট্রে দুটি বাড়িও কিনেছেন জয়, যার জন্য খরচ হয়েছে প্রায় ৫৪ কোটি টাকা।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনে জয়ের যেকোনো সম্পদ আদালতের অনুমোদন নিয়ে জব্দ করা হবে।
গত ১৪ আগস্ট জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ঘুষ ও দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়েছে, ২০০০ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত তিনি এসব সম্পদ অর্জন করেছেন।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে দেশ ত্যাগ করেন বোন শেখ রেহানাও। জয় আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
এর আগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকসহ ২৩ জন আসামি হয়েছেন।
ইতোমধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাবে থাকা ৬৩৫ কোটি টাকার বেশি অর্থ অবরুদ্ধ করেছে বিএফআইইউ।


















