রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরি থেকে পদ্মায় পড়া মোজাফফর হোসেন নান্নু (৬৫) নামে এক বাসযাত্রীর লাশ ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। তার বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস এলাকার ফুলতলা গ্রামে।
বুধবার (৮ ডিসেম্বর) মধ্যরাতে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাট এলাকায় ফেরি থেকে পড়ে গিয়ে তিনি পদ্মা নদীতে নিখোঁজ হন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ ব্যক্তির ভায়রার ছেলে দেলোয়ার হোসেন বলেন, ‘আমার খালু, তার বড় মেয়ে ও আমি বাসযোগে ঢাকায় যাচ্ছিলাম। বুধবার রাত পৌনে ২ টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট দিয়ে কেরামত আলী নামের একটি ফেরিতে উঠি। এ সময় আমার খালু বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে গিয়ে দাঁড়ান। কিছুক্ষণ পর ফেরি ছাড়ার সময় হঠাৎ পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে তিনি পানিতে পড়ে যান।’
প্রসঙ্গে দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন বলেন, ‘খবর শোনার পর রাতেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী স্পিডবোট নিয়ে নিজেরাই তল্লাশি শুরু করি। ফায়ার সার্ভিসের টিমও পরে যোগ দেয়। কিন্তু রাতে তার কোনও সন্ধান পাওয়া যায়নি।’
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে পুনরায় উদ্ধার কাজ শুরু করে দুপুর পর্যন্ত চালানো হয়। কিন্তু তাতেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মা নদীর ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাট এলাকা থেকে সেখানকার নৌপুলিশ নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে। নিখোঁজের স্বজনরা সেখানে গেছেন। তাদের কাছে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে