বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদকে মারধর করা সেই বিএনপি নেতার ছেলে শাওন মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার বিকালে সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধা নিজেই। এতে শাওন মোল্লার নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, রোববার সকাল ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাকে পথরোধ করে মারধর করেন বিএনপি নেতা ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা।
এরপর পরিকল্পিতভাবে মারধরের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন আসামিরা।
বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বলেন, ন্যায় বিচারের জন্য থানায় মামলা করেছি। আশা করি ন্যায় বিচার পাবো।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, তদান্তধীন হওয়ায় আপাতত এই বিষয়ে কোনো মন্তব্য করবো না।
এর আগে গত রোববার মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে। ওইদিন রাতেই ফেসবুক লাইভে এসে হারুন অর রশিদকে ডাকাত ও ধর্ষক উল্লেখ করে হামলার পক্ষে সাফাই গান শাওন মোল্লা।












The Custom Facebook Feed plugin