রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের কার্যক্রম শুরু

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

রোববার থেকে চালু হলো ঢাকা-ইথিওপিয়া সরাসরি ফ্লাইট। সকালে ফিতা ও কেক কেটে নতুন রুটের যাত্রার উদ্বোধন করেন সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশের এবং ইথিওপিয়ার প্রতিনিধি দল।

এসময় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, নতুন এই ফ্লাইট চালুর মাধ্যমে চিকিৎসা, চাকরি, শিক্ষা ও বাণিজ্যসহ দুই দেশের মধ্যে আরো নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

বাংলাদেশের সাথে আন্তর্জাতিক রুটের পাশপাশি অভ্যন্তরীণ রুটেও যাত্রী এবং মালামাল পরিবহন করে সিভিল এভিয়েশন অথরিটি। বিশ্বের প্রায় ৭০টি দেশের সাথে বিমানের বিমান সেবা চুক্তি রয়েছে এবং বর্তমানে ১৬টি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে। নতুন করে যুক্ত হলো আফ্রিকা মহাদেশের সাথে সরাসরি বিমান যাত্রা।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচা এনিয়ে বলেন, বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সংযোগকারী ইথিওপিয়ান এয়ারলাইন্সের নতুন পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বৃহত্তর অঞ্চলের সুবিধা প্রসারিত হবে।

biman1

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেবিচকের চেয়ারম্যান মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের সর্বোচ্চ সহায়তা করার পাশাপাশি তাদের যেকোনো ধরনের নিরাপত্তা দেয়াসহ কোন রকম হয়রানি মেনে নেওয়া হবেনা।

আজ ঐতিহাসিক দিন উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-ইথিওপিয়া সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে চিকিৎসা, চাকরি, শিক্ষা ও বাণিজ্যসহ দুই দেশের মধ্যে আরো নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

নতুন এই পদক্ষেপের ফলে ১৪০ দেশে সংযুক্ত হবে বাংলাদেশ। ঢাকা-ইথিওপিয়া সরাসরি ফ্লাইট চালু থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক