বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছেন সরকারি কর্মকর্তারাও

প্রতিবেদক
Newsdesk
জুন ১৯, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের বাগাড়ম্বর যেনো স্রেফ বুলি আওড়ানোতেই সীমাবদ্ধ। মাঠের বাস্তবতা হলো, বাড়ছে মারাত্মক সব অপরাধ। যার সঙ্গে সন্ত্রাসীরা তো আছেই, জড়িয়ে পড়ছেন খোদ সরকারি কর্মকর্তারাও। এমন তথ্যই উঠে এসেছে মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদনে। সেখানে দেখা যায়, সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে খোদ রাজধানীতেই।

অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনা। এ লক্ষ্যে গেলো কয়েকমাসে কার্যকর উদ্যোগ দেখা গেছে যতটা, তার চেয়ে বেশি শোনা গেছে, কর্তাদের বাগাড়ম্বরতা। ফলও হাতেনাতে, প্রতিমাসেই বাড়ছে ছোটো বড় নানা অপরাধ। মন্ত্রিপরিষদ বিভাগে জমা হওয়া মাঠ পার্যায়ের তথ্যে ফুটে ‌উঠেছে সেই ভয়াবহতা।

সরকারি তথ্য বলছে, গেলো মে মাসে সারাদেশে সংঘটিত হয়েছে ২ হাজার ৮০৯টি মারাত্মক অপরাধ। যা গেলো বছরের তুলনায় অন্তত ৫৬৪ টি বেশি। আর সবচেয়ে বেশি অপরাধ ঘটেছে খোদ রাজধানীতে, ৫৮১টি অপরাধের ঘটনা নিয়ে শীর্ষে ঢাকা। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এসব অপরাধ ঘটেছে মূলত রাজনৈতিক আধিপত্য বিস্তার ঘিরে। এর মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, জমি দখল, ছিনতাই, চুরি-ডাকাতির মতো ঘটনা।

অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে খোদ সরকারি কর্মকর্তাদের। তথ্য বলছে, গেলো মাসে জমা পড়ে মাঠ প্রশাসনে কর্মরতদের বিরুদ্ধে দুইশ’রও বেশি অভিযোগ। যেখানে গুরুতর অপরাধের সংখ্যা ৪৪টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম আলী রেজা বলেন, বস্তুগত প্রাপ্তির আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা এটা রয়েছে। সঙ্গে যদি জবাবদিহিতার অভাব থাকে, আইনের শাসনের সঠিক প্রয়োগ না থাকে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি এটার চেক পয়েন্টগুলো খুব শক্তভাবে না থাকে তাহলে এ প্রবণতা তো বাড়বেই। মানুষের সহজাত প্রবৃদ্ধিই হচ্ছে এক ধরণের বিপদগামী হওয়া।

প্রতিবেদনে উঠে আসে ফৌজদারি মামলার বিষয়টিও। গেলো বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে ৩২ হাজারেরও বেশি।

প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্টের পর রাজনৈতিক ব্যানার ব্যবহার করে অপরাধে সক্রিয় হয়ে উঠে চক্রটি। ফলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন খারাপ হচ্ছে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে বাজার ব্যবস্থাপনা। এর ফলে আরেক দফা বেসামাল হতে পারে নিত্যপণ্যের বাজার।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‘কেউ ভোট দিতে না পারলে চিৎকার দেবেন, সিসি ক্যামেরায় দেখে ব্যবস্থা নেবো’

অস্ট্রেলিয়ার ১৫ এমপির বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের নিষেধাজ্ঞার আহ্বান 

‘মরার জন্য অপেক্ষা কর’ বিএনপির কার্যালয় ভেঙে দেয়ালে লেখা

নিউইয়র্ক টাইমস বলছে,  হানিয়া হত্যার জবাবে সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন

শাহবাগের ঘটনায় হারুন-সানজিদা-মামুনসহ ‘ফেঁসে যাচ্ছেন’ সবাই

জলমগ্ন সিলেটে ম্লান ঈদের আনন্দ

নির্বাচন বিরোধীদের লক্ষ্য রাজনীতি ধ্বংস করা: কাদের

বকেয়া বেতন চেয়ে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা