বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় কিনা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে: ড. ইউনূস

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৬, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তা দলটির নিজস্ব সিদ্ধান্ত। তিনি বলেন, “আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না, এটি তাদেরই নির্ধারণ করতে হবে।”

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “নির্বাচনে কারা অংশ নেবে তা নির্বাচন কমিশনই ঠিক করবে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।”

শেখ হাসিনার নির্বাসন ও রাজনৈতিক ভবিষ্যৎ:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর ভারতে পালিয়ে গেছেন। বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে তিনি এবং তার দল নির্বাচনে অংশ নেবেন কি না, তা এখনও অনিশ্চিত।

ড. ইউনূস বলেন, “শান্তি ও শৃঙ্খলা আমাদের প্রধান অগ্রাধিকার, এরপর অর্থনীতি। কারণ, দেশের অর্থনীতি বর্তমানে বিধ্বস্ত। এটি যেন ১৬ বছর ধরে ধ্বংসাত্মক ঝড়ের মধ্যে ছিল, আর আমরা এখন তার ধ্বংসাবশেষ কুড়িয়ে নতুন করে গড়ার চেষ্টা করছি।”

নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

ড. ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

“যদি প্রয়োজনীয় সংস্কার দ্রুত করা যায়, তবে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। তবে বড় ধরনের সংস্কার হলে আরও কয়েক মাস সময় লাগতে পারে,” তিনি বলেন।

(তথ্যসূত্র: বিবিসি, “Bangladesh Interim Leader Says He Is Dazzled by Task Ahead”, ৬ মার্চ ২০২৫)

সর্বশেষ - রাজনীতি