বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আজ আবারও ঐকমত্য কমিশনের বৈঠক

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৮, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বুধবার (৮ অক্টোবর) আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হবে।

সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়ে রাজনৈতিক দলগুলো ও ঐকমত্য কমিশন গত রবিবার বৈঠক শেষ করে। তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা ঐ বৈঠকে ঠিক করা যায়নি। আসন্ন জাতীয় নির্বাচনের দিনই একইসঙ্গে গণভোট হতে পারে বলে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে জামায়াতে ইসলামী বলছে, একইদিন জাতীয় নির্বাচন ও গণভোট হলে জনমনে দ্বিধা তৈরি হতে পারে, সেজন্য নভেম্বর -ডিসেম্বরের মধ্যে কোন এক সময়ে গণভোটের প্রস্তাব দিয়েছে দলটি।

আজ দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ তুলে নেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে জানা গেছে। আজকের বৈঠককে সামনে রেখে গত সোমবার জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় সংসদ ভবনে নিজেদের মধ্যকার একটি বৈঠকে মিলিত হয়।

সেখানে ‘নোট অব ডিসেন্ট’ তুলে নেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করার সিদ্ধান্ত নেয় কমিশন। এটিতে একমত হলেই কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় জানিয়ে অন্তর্বর্তী সরকারের হাতে পুরো প্রতিবেদন তুলে দেবে দ্রুততম সময়ের মধ্যে।

সর্বশেষ - আইন-আদালত