রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আজ শুভ মহালয়া

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ণ

সারা দেশে বিভিন্ন পূজামণ্ডপে পুরোদমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। বেশির ভাগ মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে। চলছে রংতুলির আঁচড় দেওয়ার কাজ। আজ রবিবার শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রতিবছর শরত্কালে দেবী দুর্গা কৈলাস পর্বত থেকে মর্ত্যে আসেন। এ জন্য দেশজুড়ে চলছে দেবী বন্দনার প্রস্তুতি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রাজারবাগ কালীমন্দির, রামকৃষ্ণ মিশনসহ রাজধানীর মন্দিরগুলোতে দুর্গাপূজার আয়োজনে প্রস্তুতি চলছে। রমনা কালীমন্দির প্রাঙ্গণেও চলছে একই আয়োজন।

সেখানে প্রতিমার অবকাঠামো তৈরি হয়েছে। এখন শুরু হবে রং করার কাজ।রমনা কালীমন্দিরের শিল্পী রতন পাল জানান, প্রতিমা তৈরির সব কাজ প্রায় শেষের দিকে। এরপর রঙের কাজ শুরু হবে।

এরপর প্যান্ডেলের সাজসজ্জা করা হবে।রমনা কালীমন্দিরের কর্মকর্তারা জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্দির কর্তৃপক্ষ সব প্রস্তুতি নিয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজ ভোর সাড়ে ৫টায় মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরুর তিথি এই মহালয়া।

সর্বশেষ - আইন-আদালত