জনগণের আস্থা অর্জন ও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করার পাশাপাশি উপকূলীয় এলাকার নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ড ভূমিকা রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এসময় সুশৃঙ্খলবাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পরে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক তুলে দেন।