একাত্তরের অমীমাংসিত ইস্যুটি এরমধ্যে দু’দফা সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। কোরআনের আয়াত উল্লেখ করে দুই দেশের মানুষকে মন পরিষ্কার করে নতুন শুরুর দিকে এগোতেও আহবান জানান তিনি।
তবে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্নের জবাব দেননি তিনি।
রাজধানীর সোনারগাঁওয়ে রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক এবং চুক্তি, সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় বাংলাদেশের সাথে সম্পর্কের একটি নতুন সূচনা উল্লেখ করে তিনি জানান, কোন বিষয়েই দ্বিমত ছিলো না দুই পক্ষে। এ বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই করা হয়।
দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো রয়েছে সেসব চুক্তি ও সমঝোতা স্মারকে।
বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে সাথে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র,স্বরাষ্ট্র, নিরাপত্তা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন ইসহাক দার। এসব বৈঠকের পর দুই দেশের বাণিজ্যিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীও।


















