বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয় : অন্তর্বর্তী সরকার

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৬, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (১৬ জুলাই) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা শাস্তির বাইরে থাকবে না।

বিবৃতিতে সরকার জানায়, –‘বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তিতে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা এবং সহিংসতা ছিল একটি গুরুতর মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনা। পুলিশের গাড়ি, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিকদের ওপরও হামলা হয়েছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’

বিবৃতিতে আরও বলা হয়, –‘নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা এই বর্বর হামলায় জড়িত বলে অভিযোগ রয়েছে। যারা এই সহিংসতায় অংশ নিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে কঠোর জবাবদিহির আওতায় আনা হবে।’

সরকার সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করে বলে, –‘গোপালগঞ্জের এই সঙ্কটময় পরিস্থিতিতে যারা শান্তিপূর্ণভাবে সমাবেশ চালিয়ে গেছেন, তাদের সাহস ও স্থিতিশীলতা প্রশংসনীয়। দেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচারই জয়ী হবে।’

এদিকে, সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে ফের হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।

সর্বশেষ - আইন-আদালত