জুলাই সনদ প্রস্তুত ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠ দিনের মতো আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে দশটায় কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের সভাপতিত্বে এ আলোচনা শুরু হয়, যা চলবে সন্ধ্যা পর্যন্ত।
দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এখন পর্যন্ত পাঁচদিন বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। এর আগের পাঁচদিনে আলোচনা হয়েছে ৯টি বিষয়ে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো।
ফরেন সার্ভিস একাডেমিতে আজ আলোচনা হবে রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসির গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারীর প্রতিনিধিত্ব নিয়ে।
এর আগে ২২ জুন আলোচনা হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতির বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। পরে এসব বিষয় দলীয় ফোরামে আলোচনার জন্য দলগুলোকে দুইদিন সময় দেয় কমিশন।


















