রবিবার , ৪ মে ২০২৫ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ১২ দলীয় জোট

প্রতিবেদক
Newsdesk
মে ৪, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে ১২ দলীয় জোট। রোববার (৪ মে) সকালে ১১ সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছে ঐকমত্য কমিশনে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজসহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত রয়েছেন বৈঠকে।

বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট। সব দলের সাথে আলোচনারা মাধ্যমে একটি জাতীয় সনদ প্রস্তুত হবে। ১৫ মে’র মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হবে। এরপর দ্বিতীয় ধাপের আলোচনা হবে।

তিনি বলেন, ঐকমত্য তৈরি করতে হলে কিছু বিষয়ে সবাইকেই ছাড় দিতে হবে। জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব শুধু ঐকমত্য কমিশনের নয়, সব রাজনৈতিক দলের নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্যে পৌঁছতে হবে।

অন্যদিকে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামান হায়দার বলেন, ১২ দলীয় জোট গভীর মনোযোগ সহকারে সব প্রস্তাব পর্যালোচনা করেছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। অনেক বিষয়ে আমরা এক হতে পারিনি। অনেক বিষয়ে দ্বিধা-দ্বন্দ্ব আছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা নূন্যতম একটি সমাধানে পৌঁছতে চাই। ভবিষ্যতে যাতে আর কোনো ক্ষমতাধর ব্যক্তি সংবিধানের আমূল পরিবর্তন ঘটাতে না পারে।

বিকেলে অন্য একটি দলের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে বিএনপি, এনসিপি, খেলাফত মজলিসসহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন।

সর্বশেষ - আইন-আদালত