রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জাতীয় নির্বাচনের পর অমর একুশে বইমেলা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পরই ঘোষণা করা হবে অমর একুশে বইমেলা–২০২৬ এর তারিখ। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে মেলার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয় বলে একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে কয়েকটি সময়সীমা প্রস্তাব করে প্রকাশক–বিক্রেতা সমিতি। পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়—জাতীয় নির্বাচনের পরপরই ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজনের প্রস্তাবটি বাস্তবসম্মত। তাই নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ার পরই বইমেলার আনুষ্ঠানিক সময় ঘোষণা করা হবে।

বাংলা একাডেমির বিবৃতিতে আরও বলা হয়, অমর একুশে বইমেলা–২০২৬ আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাডেমি নিয়মিত যোগাযোগ রাখছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত