মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ডিসেম্বরে প্রথমার্ধে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৫, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে তিনি এই তথ্য জানান।

ইসি মো. সানাউল্লাহ বলেন, “বাংলাদেশের ইতিহাসে ২০২৬ সালের নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ। এর ব্যত্যয় ঘটাতে চাইলে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং ভোটার উপস্থিতি অনেক বেশি থাকবে।”

পর্যবেক্ষকদের প্রতি তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পক্ষপাতিত্ব করতে পারবে না। পর্যবেক্ষক তালিকা তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে। মানহীন পর্যবেক্ষক প্রয়োজন নেই; আমরা শুধুমাত্র মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ চাই। বিদেশি নাগরিক শুধুমাত্র বিদেশি পর্যবেক্ষক হিসেবে তাদের নিজ দেশের আইন অনুসারে আবেদন করতে পারবেন।

পর্যবেক্ষকদের দায়িত্বের সময়সীমা সম্পর্কে ইসি জানান, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এই তিনদিন তারা দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষকদের প্রতিরোধে এবার কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ব্যবহার করা হবে।

প্রধান সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। পর্যবেক্ষক সংস্থা এবং তাদের মাঠকর্মীরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই।”

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত