সহিংসতায় ছড়িয়ে পড়ার মধ্যে দেশে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি থাকবে বলে সরকারের নির্বাহী আদেশে ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে সারাদেশে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ থাকবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু।












The Custom Facebook Feed plugin