তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে দ্রুত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত বাংলাদেশের। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন প্রস্তাব দিলেও গত দু’বছর বাংলাদেশের পক্ষ থেকে কোন জবাব পাওয়া যায়নি।
বাংলাদেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক চীনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। রাষ্ট্রদূত আরও জানান, দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্কের বিষয়টি ঠিক করবে বাংলাদেশ। এ ব্যাপারে চীনের কোন মন্তব্য নাই।
এদিকে, গ্রীষ্মে শুকিয়ে যাওয়া ও বর্ষা মৌসুমে বন্যায় ভেসে যাওয়া তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্যা কাটিয়ে উঠতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসে চীন। প্রকল্পের উপযোগিতা নিয়ে মূল্যায়নের কাজও সম্পন্ন করে দেশটি।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, দ্বিতীয় ধাপে বন্যা নিয়ন্ত্রণ ও মিটিগেশন প্রকল্প বাস্তাবায়নের প্রস্তাব দেয় চীন। তবে, গত দু’বছরে এ ব্যাপারে বাংলাদেশ কোন উত্তর দেয়নি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বাংলাদেশের অভ্যন্তরে পরিবর্তন সংক্রান্ত জনগণের যে কোন সিদ্ধান্তকে চীন সম্মান করে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বেইজিং-এর সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার অভ্যন্তরীণ বিষয়, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে তা করবে।