ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ৭১টি আবেদনে আপিল শুনাতি করা হয়। শুনানি শেষে ৪১টি আবেদন মঞ্জু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অপরদিকে, ২৪টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং চারটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
ওই বার্তায় আরও জানানো হয়, পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত হওয়ায় ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি হয়নি। তাছাড়া চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাকিলা ফারজানা তার দায়ের করা ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।
এদিন শুনানিতে অপেক্ষমাণ থাকা ময়মনসিংহ-৪ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. হামিদুল ইসলামের আপিল আবেদনটি কমিশন মঞ্জুর করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী-
- আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
- রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
- নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি।
- প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
- ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।


















