ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মচারীরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি আছেন। যার মধ্যে দূতাবাসসহ তেহরানে আছেন ৪০০ জন। প্রায় ১০০ বাংলাদেশি তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে, কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জন কর্মকর্তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে।
হামলার পরিণতি আরও ভয়াবহ হতে পারে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে।
তিনি আরও জানান, বাংলাদেশিদের নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ-খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ মুহূর্তে বাংলাদেশিদের পক্ষে ইরান ত্যাগ করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না।












The Custom Facebook Feed plugin