শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

দলগুলো না পারলে গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৮, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

দেশে এখন সবচেয়ে আলোচিত ইস্যু ‘গণভোট’, যা নিয়ে এখনও ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো।। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে সিদ্ধান্ত দলগুলো নিতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় নির্বাচন সময় মতোই হবে জানিয়ে প্রেস সচিব বলেন, এ নিয়ে প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টামণ্ডলী সবাই কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।

জুলাই চার্টারে সব কিছুই এসেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর নতুন করে আবার ডায়ালগ হতে পারে। মাত্র ৯ মাসে আলোচনায় সব সম্পন্ন হয় না। হতে পারে নির্বাচনের পর আবারও সংস্কার আলোচনা চলবে। সবাই একমত হয়ে গেলে তা বাকশাল হয়ে যাবে। দ্বিমত থাকবেই।

শফিকুল আলম বলেন, অনেকেই বলছেন জুলাই চার্টার করতে কৃষক, নারী, লেবারদের সঙ্গে কথা হয়নি। তাহলে পলিটিক্যাল পার্টিগুলো কি এসব মানুষদের রিপ্রেজেন্ট করে না? জুলাই চার্টারে সব কিছুই এসেছে। নির্বাচনের পর নতুন করে আনার ডায়ালগ হতে পারে।

শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছে। তার মানে দেশের সবাই টেররিস্ট। সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবে। আমার মনে হয় শেখ হাসিনা-আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে।

সর্বশেষ - আইন-আদালত