দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
এই আলোচনায় কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এর কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয় যেমন- আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী যৌথ প্রচেষ্টা এবং সীমান্ত-বাণিজ্য ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে খলিলুর রহমান দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন তাদের এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দিল্লি গেছেন খলিলুর রহমান। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেবেন তিনি।

















