শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

দেড় মাসের মানবাধিকার লঙ্ঘন তদন্ত করবে জাতিসংঘের মিশন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩০, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

গত পহেলা জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিরপেক্ষ ও স্বাধীন অনুসন্ধান চালাতে আগামী সপ্তাহেই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ঢাকায় আসবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি।

তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছ থেকে ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিরপেক্ষ ও স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

রাভিনা বলেন, বিক্ষোভের সময় সংঘটিত সহিংসতা ও নির্যাতনের বিষয়ে প্রতিবেদন তৈরি, আসল কারণ বিশ্লেষণ এবং ন্যায়বিচার ও জবাবদিহির অগ্রগতি প্রতিবেদন করবে জাতিসংঘ মিশন। পাশাপাশি দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য সুপারিশও করবে।

মুখপাত্র বলেন, দলটি এই কাজে পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে।

এর আগে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ) জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে ৫ আগস্টের আগে ও পরে ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্তের আহ্বান জানায়।

এরি মধ্যে জাতিসংঘের একটি দল বাংলাদেশে এসেছে। তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, প্রধান বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছে।

মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, বিস্তৃত ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়েছে- যার মধ্যে নাগরিক সুযোগ, সত্যের প্রয়োজনীয়তা, ন্যায়বিচার, মুক্তি, ক্ষতিপূরণ ও সমঝোতা এবং সংস্কার প্রক্রিয়ার অন্যান্য মানবাধিকারের পন্থাসহ বিস্তৃত ক্ষেত্রগুলো রয়েছে। এসব ক্ষেত্রে আমাদের সংস্থা টেকসই সহায়তা সরবরাহ করতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সংসদ সদস্য পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

প্রবাসীদের এনআইডি বিতরণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়-ইসি ‘রেষারেষি’

ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্বের প্রতীক, পথপ্রদর্শক: রাষ্ট্রপতি

গোডাউনে নষ্ট হচ্ছে স্মার্টকার্ড, ভোগান্তিতে কার্ড প্রত্যাশিরা

প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, নির্বাচনী প্রচারণা শুরু বৃহস্পতিবার

বিএনপির সময় মামলা নেওয়া হতোনা আর এখন বিচার হয়না । রানা দাশ গুপ্তা

‘ইসকন নিষিদ্ধ দাবির আড়ালে সাম্প্রদায়িক দাঙ্গার পাঁয়তারা’

বাজেট প্রস্তাবনা প্রত্যাশার সাথে হতাশাজনক: সিপিডি

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি