রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

দ্বিতীয় দিনে আপিলে প্রার্থিতা ফেরত পেলেন ৫৮ জন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১১, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ৭০টি আবেদনে আপিল শুনাতি করা হয়। শুনানি শেষে ৫৮টি আবেদন মঞ্জু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ এই ৫৮ জন জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আর কোনো বাধা রইলো না।

এর মধ্যে অপেক্ষমান থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো, মহিউদ্দিনের আপিল আবেদনটি ইসি মঞ্জুর করেছে।

একই দিন সাতটি আবেদন নাকচ ও ছয়টি আবেদন স্থগিত করেছে ইসি।

সোমবার (১২ জানুয়ারি) আপিল তালিকার ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি প্রক্রিয়া চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা ৭২৩টি মনোনয়নপত্রের বিপরীতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। সবশেষে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন-আদালত