জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে খবর বেরিয়েছে সে দেশের সংবাদমাধ্যমে।
বৃহস্পতিবার ভারতের শীর্ষস্থানীয় মিডিয়া হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল।
‘শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপড়েন দেখা দিয়েছে, তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্রে মোদীর তিন দিনের সফর ব্যস্ত সময়সূচিতে পরিপূর্ণ থাকবে,’ উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
সেখানে আরও বলা হয়েছে, এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডাতেও নেই। যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে নরেন্দ্র মোদীর কোনো ফাঁকা সময় নেই। তিনি ২১ সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়াড নেতাদের শীর্ষ বৈঠকে যোগ দেবেন। ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
হিন্দুস্তান টাইমস আরও লিখেছে, প্রধানমন্ত্রী মোদী নিউইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক তার সময়সূচিতে নেই।
জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।












The Custom Facebook Feed plugin