আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৪ আগস্ট) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতেই এই অভিযান চলছে এবং নির্বাচনের আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে।
৫ আগস্ট ঘিরে মানুষের মধ্যে কোনো আতঙ্ক রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩ আগস্ট নিয়েও মানুষের মধ্যে আতঙ্ক ছিলো। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হয়েছে এবং আগের তুলনায় অনেক ভালো অবস্থানে এসেছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।
পরিস্থিতি উন্নত হয়েছে কি না, সেটা জনগণই ভালো বলতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
মব ভায়োলেন্স বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের তুলনায় মব ভায়োলেন্স কমেছে। ধীরে ধীরে আরও কমে যাবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হচ্ছে না।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।












The Custom Facebook Feed plugin