বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, যে কোনো সময় ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৭, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। খুব শিগগিরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ।

বুধবার (২৭ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, “কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই একদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে।”

এর আগে গত রোববার রোডম্যাপের বিস্তারিত তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আর গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে চার নির্বাচন কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

ইতোমধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রোডম্যাপে অন্তর্ভুক্ত থাকবে-ভোটার হালনাগাদ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তাদের প্যানেল তৈরি, নির্বাচনী ম্যানুয়াল প্রণয়ন, আইন সংস্কার এবং ভোটের উপকরণ ক্রয়সহ প্রয়োজনীয় সব কার্যক্রম।

সর্বশেষ - আইন-আদালত