প্রবাসী বাংলাদেশিদের ভোট দিতে হলে রেজিস্ট্রেশন করতে হবে পোস্টাল ভোট বিডি নামক অ্যাপের মাধ্যমে। তবে নির্বাচনের সময় প্রবাসী ভোটার দেশে থাকলে ভোট দেয়ার কোনো সুযোগ থাকবে না। এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে পোস্টাল ব্যালট, সংসদীয় আসনের সীমানা নিয়ে সহিংসতা, রাজনৈতিক দল ও দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের অগ্রগতি নিয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, প্রবাসীদের ভোটের জন্য একটি অ্যাপ চালু করা হবে। যাতে নিবন্ধনের মাধ্যমে প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে চলে যাবে ভোটের আগেই যার সমন্বয়ে থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আদালতের ওপর আস্থার কথা জানান তিনি। সচিব জানান, আইন অনুযায়ী এটি পরিবর্তনের সুযোগ নেই।
নির্বাচনের প্রাক প্রস্তুতি দেখতে আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল কমিশনে আসবে। প্রাথমিক বাছাইয়ে থাকা ২২ দলের নিবন্ধন ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয় নিয়ে রোববার সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।


















