মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি: ড. ইউনূস

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৫, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিলো একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে ভোটাধিকার বঞ্চিত ও লুটপাট আর গুম খুন করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম  করা হয়েছিলো।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলতি বছরের স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান ২৪ এর আন্দোলন মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রাপ্ত ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হয়ে গেলো ২০২৫ সালের স্বাধীনতা পদক অনুষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পদক দেয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদকপ্রাপ্ত ব্যক্তি ও তাদের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় পদকপ্রাপ্ত পরিবারের স্বজনরা তাদের অনুভূতির কথা জানান।

এ বছর স্বাধীনতা পদক গ্রহণ করেননি একমাত্র জীবিত ব্যক্তি বুদ্ধিজীবী ড. বদরুদ্দিন ওমর। তার সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্মরণ করেন ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনীর অপারেশন সার্চ লাইটে শহীদদের। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন মুক্তিযুদ্ধের সাথে জড়িত সকলকে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ বিনির্মাণ না করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিলো।

তিনি যোগ করেন, ২৪ এর ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধের আদর্শের ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের সুযোগ করে দিয়েছে। ২৪ এর আন্দোলনকারীদের অনুপ্রেরণা আবরার ফাহাদ।

মরণোত্তর নয় জীবিত ব্যক্তিদেরকে যেন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক দেয়া যায় সরকার সে বিষয়ে ভবিষ্যতে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক