বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে জাপান

প্রতিবেদক
Newsdesk
মে ২৯, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

আগামী পাঁচ বছরে এক শ্রমিক জাপানে পাঠানোর সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এবং সেসব শ্রমিকদের প্রশিক্ষিত করে তোলার আরেকটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

এর মধ্যে জাপানে জনশক্তি খাত আরো গতিশীল হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রবাসীরা। আর জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আহবান জানান প্রধান উপদেষ্টা।

জাপানে প্রধান উপদেষ্টার সরকারি সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত মানবসম্পদের ওপর এক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস।

সেমিনারে প্রবাসী বাংলাদেশিসহ জাপানের অনেক ব্যবসায়ীরাও ছিলেন। এ সময় জাপানের সাথে বাংলাদেশের দুইটি সমঝোতা স্মারক সই হয়।

এর মধ্যে বাংলাদেশ থেকে পাঁচ বছরে এক লাখ প্রশিক্ষিত জনবল নেবে জাপান। অন্যটি হচ্ছে, বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে দেশটি।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, মানবসম্পদ বিষয়ক বাংলাদেশ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোপারেটিভসের চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানিয়েছেন তাদের সদস্য গ্রুপ এক লাখ বাংলাদেশি নিয়োগ করার পরিকল্পনা করছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ পরিমাণ লোকবল নিয়োগ দেবেন তারা।

এছাড়া জাপানি কোম্পানিগুলোর কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

এই সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপান পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

সর্বশেষ - আইন-আদালত