বুধবার , ২ এপ্রিল ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ব্যাংককে শুরু বিমসটেক শীর্ষ সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু হয়েছে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলন চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

এদিকে সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের ব্যাপারে ইতিবাচক কোনো বার্তা দেয়নি ভারত।

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি হলে দুই দেশের বাণিজ্যসহ বেশকিছু অমীমাংসীত বিষয়ে সমাধান আসতে পারে। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এ সাতটি দেশের জোট বিমসটেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি