দেশের বাহিরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ট্রেনিং সেন্টারে ১০৪ তম ব্যাচের রিক্রুট অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬১ জেলায় বিজিবির ৩৭ হাজার জনবল নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করেই বিজিবিতে স্বাধীনতা উত্তর সবচেয়ে বেশি সদস্য রিক্রুট করা হয়েছে।
এ সময় উপদেষ্টা বলেন, বৈধ রাষ্ট্র মিয়ানমারের রাখাইন দখল করে আছে আরাকান আর্মি। তাদের কারণেই সীমান্তে উত্তেজনা ঘটছে। বাংলাদেশ আরাকান আর্মির বৈধতা দেয়নি। তাই যেকোনো সমস্যায় যোগাযোগ করা হয় মিয়ানমার সরকারের সঙ্গে। ভবিষ্যতে যেন কোনো ঘটনা না ঘটে সে জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


















