আজ বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে বিএনপি চেয়ারপারন খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সমকালকে জানিয়েছেন, শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা করতে পারেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন ৬ চিকিৎসকসহ ১৪ জন।


















