বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে: প্রধানমন্ত্রী 

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৫, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে মেট্রো স্টেশনও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকাল ৯টার পর তিনি পরিদর্শনে যান।

পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মেট্রোরেলসহ বিভিন্ন স্থাপনার নাশকতা ও তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে।

যারা মেট্রোরেলসহ বিভিন্ন স্থাপনার  নাশকতা ও তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশের মানুষের ওপরেই ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে।

সকালে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষই এমন ক্ষতি করেছে তা নিজেও বিশ্বাস করতে পারছেন না বলে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নাশকতা চালিয়েছে। সময়ের আগেই মেট্রোরেলের কাজ শেষ করা হয়েছে, যেন মানুষ যাতায়াতে স্বস্তি পায়। কিন্তু সেই মেট্রোরেলের উপরে এত আক্রোশ কেন, এমন প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।

এসময় মানুষের জীবনমান উন্নয়নে স্বস্তি দেয় এমন স্থাপনার উপর এমন হামলার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - আইন-আদালত