রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্যদিকে তফসিলের পর কোথাও অনিয়ম দেখলে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি।
এসময় তফসিলের আগেই রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহারের সমালোচনা করেন সিইসি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি জাতির কাছে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে কমিশনের নিরপেক্ষ ভূমিকার কথা জানান তিনি।
নির্বাচনী পোস্টারের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর ছেয়ে গেছে পোস্টারে। নিজেরাই পোস্টার সরিয়ে ফেললে এটাই হবে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
সংলাপে তফসিল ঘোষণার পূর্বে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয়, আচরণবিধিসহ বেশকিছু বিষয় উঠে আসে।
এছাড়া ভোটের মাঠে প্রশাসনের সক্ষমতা ঠিক রাখতে আট দিনে আট বিভাগে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানায় কয়েকটি দল।
পরিশেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সিইসি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে আমরা আপনাদের সাথে পেতে চাই। এবারের নির্বাচনটি অন্যান্য নির্বাচনের থেকে একেবারেই ভিন্ন, এক্ষেত্রে আপনাদের একান্ত সহযোগিতা আমাদের আরও বেশি প্রয়োজন।
প্রথমদিনের এই সংলাপে সকাল থেকে ছয়টি দল অংশ নিয়েছে। বিকেলে অংশ নেবে আরও ছয় দল। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে ইসি।

















