বুধবার , ২৮ মে ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব

প্রতিবেদক
Newsdesk
মে ২৮, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

রাশিয়ার মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে অবিলম্বে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

কূটনৈতিক সূত্রের তথা অনুযায়ী, বিভিন্ন অভিযোগের কারণে দূতাবাসের মিনিস্টার পর্যায়ের এ কর্মকর্তাকে দেশে ফেরাতে মঙ্গলবার (২৭ মে) এ আদেশ জারি করা হয়।

রাষ্ট্রদূত হিসেবে কামরুল আহসান গত সেপ্টেম্বরে অবসরে যাওয়ার পর থেকে ফয়সাল আহমেদ ভারপ্রাপ্ত মিশন প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

পৃথক এক আদেশে গতকাল মঙ্গলবার মস্কো দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) নিয়াজ মোর্শেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে বলা হয়। এ আদেশ গতকালই কার্যকর হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত