ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে ‘অবন্ধুসুলভ আচরণ’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে।
গত রোববার ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছে যাওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশে অস্বস্তি রয়েছে।
‘বাংলাদেশ (সরকার) ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায়, তাহলে তাকে (শেখ হাসিনা) চুপ থাকতে হবে,’ যোগ করেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে, তাকে চুপ থাকতে হবে। তাকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এমনটা নয় যে, তিনি স্বাভাবিক নিয়মেই সেখানে গেছেন। গণঅভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়ে গেছেন।
‘তিনি ভারতে বসে কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন। এটা কেউ পছন্দ করছে না এবং আমাদের বা ভারতের জন্যও এটা ভালো নয়। এ নিয়ে অস্বস্তি আছে,’ যোগ করেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে লেখা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেন, ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বস্তিতে নেই। বিচারের জন্য তাকে আমরা ফিরিয়ে আনতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে-মধ্যেই কথা বলছেন। এটি সমস্যাজনক।
‘তিনি যদি চুপ থাকতেন, তাহলে আমরা তা ভুলে যেতাম। তিনি নিজের জগৎ নিয়ে থাকলে মানুষও তা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলে যাচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন। এটা কেউ পছন্দ করছে না,’ যোগ করেন অধ্যাপক ইউনূস।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে গত পাঁচ আগস্ট ভারত চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।












The Custom Facebook Feed plugin