রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সাংবাদিকদের প্রবেশাধিকার ছাড়াই ইসির কূটনীতিকদের সাথে ব্রিফ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৫, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের কূটনীতিকদের আনুষ্ঠানিক ব্রিফ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই ব্রিফিংয়ে কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার নেই।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে এই বিশেষ ব্রিফিং শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, হোটেল ওয়েস্টিনে আয়োজিত এই ব্রিফিং গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়নি। তবে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবেন। কূটনীতিকদের সামনে মূলত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের পদক্ষেপগুলো তুলে ধরা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবারের নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮৩টি বিদেশি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া ৫০ জন বিদেশি সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল বর্তমানে ৫৮ জনের মতো থাকলেও নির্বাচনের সময় এই সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছাতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার বিদেশি পর্যবেক্ষকদের ভিসা সংক্রান্ত একটি বিশেষ পত্র জারি করেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশ সাপেক্ষে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে। এছাড়া বাংলাদেশে অবস্থান ও যাতায়াতের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আসার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।

নির্বাচনের প্রস্তুতি ও পর্যবেক্ষণ ব্যবস্থার এই ব্রিফিং কূটনীতিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যেখানে তারা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।

সর্বশেষ - আইন-আদালত