রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রোববার

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩০, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ

সৌদি আরবের আকাশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা যাওয়ায় এবার সৌদির মানুষ ২৯টি রোজা রাখলেন।

শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি আরবের বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর এবং তামির আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করার পর দেশটির আদালত ঘোষণা করে, আগামীকাল রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এরআগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিলো, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।

খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা ‘সম্ভব নয়’ বলেও দাবি করেছিলো সংস্থাটি।

এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদ্‌যাপিত হবে, তা জানা যাবে আগামীকাল রোববার। দেশের আকাশে আগামীকাল যদি ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে পরদিন সোমবার সারা দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর যদি না দেখা যায়, তাহলে তার পরদিন ঈদ উদ্‌যাপিত হবে।

সর্বশেষ - রাজনীতি